অপরাধ-আইন-আদালত

ভূমি জালিয়াতির অভিযোগে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১০:২৭:৫৭ প্রিন্ট সংস্করণ

ভূমি জালিয়াতির অভিযোগে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশাল প্রতিনিধি।।ভূমি জালিয়াতির মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান এবং মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এর আগে অভিযুক্ত দুই কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।তবে মামলার অভিযোগের গুরুত্ব ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক জামিন না মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বাদী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম।তার পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট মাসুদ।তিনি জানান,রাষ্ট্রীয় ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে থেকেও অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছেন—এমন অভিযোগ মামলায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

মামলা সূত্রে জানা যায়,অভিযুক্ত তফিকুর রহমান ও আব্দুল বারেক বাবুগঞ্জ উপজেলার হিজলা মৌজার বিএস ৫০৭ নম্বর দাগের মোট ৪০ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে জনৈক বাবুল জমাদ্দারের নামে খতিয়ান সৃষ্টি করেন।পরবর্তীতে ওই ব্যক্তি জমিটি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেন।

অভিযোগ অনুযায়ী,প্রকৃত মালিক শেখ শামীমকে না জানিয়ে ও আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে এ খতিয়ান সৃষ্টির মাধ্যমে ভূমি রেকর্ডে গুরুতর অনিয়ম করা হয়।

এ ঘটনায় শেখ শামীম মোট ১২ জনের বিরুদ্ধে আদালতে জালিয়াতি,প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছেন।মামলার অন্য আসামিদের ভূমিকা নিয়েও তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

আইনজীবী ও সংশ্লিষ্ট মহলের মতে,সরকারি দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরও খবর

Sponsered content