সারাদেশের খবর

ভুমি অফিসের সহায়ক (পিয়ন) শরিফ এর দুর্নীতির শুরু আছে শেষ নেই!

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৩:২০:০৩ প্রিন্ট সংস্করণ

0Shares

লালমোহন(ভোলা)প্রতিনিধি।।ভোলা জেলা, লালমোহন উপজেলা,গজারিয়া বাজার, পর্শ্চিম চরউমেদ ইউনিয়ন ভুমি অফিস সহায়ক (পিয়ন) শরিফ এর অনিয়মের ব্যাপারে ভুমি কর্মকর্তার সুনিল বাবুর সাথে আলাপ করিলে। তিনি ব্যাপারটা দেখবে বলে জানান। ওই অবস্থা শরিফ নিচ থেকে এসে গনমাধ্যম কর্মী দেরকে হত্যার হুমকি দিয়েছে!

তোমরা অফিস থেকে বাহির হয়ে যাও না গেলে মারধর করবো বলে হুমকি দেয়।অফিসের কারনেই বেঁচে গেছো।না হলে মেরে শেষ করে ফেলত।যদি রাস্তা ঘাটে পাইলে কি করে সেটা সে নিজেও জানেনা।

শরিফ বলে আমার যখন যা মনচায় তা করিব,তোমরা ভুমি অফিসে কখনো আসবেন না।একথার জবাবে গণমাধ্যমকর্মী গন।

সহকারী কমিশনার ভূমি লালমোহন অবগত করব এবং জেলা প্রশাসক অবগত করব। এই কথার পরে তিনি জানান আমার হাত অনেক বড় আমাকে কেউ কিছুই করিতে পারিবেনা।

আমার অফিসে অভিযোগ নিয়া আসলে তোমাদের খারাপ হবে।অফিস না হলে তোমাদেরকে আজকে যেকোনো একটা ঘটায়া দিতাম। রোডে ঘাটে পাইলে, কিভাবে অফিসে এসে তথ্য সংগ্রহ কর দেখাইয়া দিবো বলে হুমকি দেয়।

পশ্চিম চর উমেদ ইউনিয়ান ভূমি কর্মকর্তা সুনীল বাবু তাকে বাধা না দিলে গণমাধ্যম কর্মীদের গায়ে হাত তুলত।

এব্যাপারে ইউনিয়ন ভুমি কর্মকর্তা সুনিল বাবুর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান লালমোহন উপজেলার উর্দ্ধতন কর্মকর্তাদের কে জানিয়েছি আবার কালকে সরাসরি জানাবেন বলে তিনি জানান। এব্যাপারে গণমাধ্যমকর্মী ভাই বোনদের সুদৃষ্টি না করছি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares