জাতীয়

ভারত সফরে গেছেন-প্রধান বিচারপতি,ওবায়দুল হাসান

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ১:০২:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭-এর একটি বিশেষ ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে রওয়ানা দেন।সফর শেষে আগামী ১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান বিচারপতির স্ত্রীসহ ভারত সফরে আরো সঙ্গী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট,আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী,হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো: মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো: আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

আপিল বিভাগের কোর্ট অফিসার মো: আলমগীর হোসেন খান ও প্রটোকল অফিসার আরিফুল ইসলাম বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরও খবর

Sponsered content