প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ২:৪৬:৪৯ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য ৫০ হাজার রুপি ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার দেশটির নিজামাবাদ পুলিশের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) শাখার কর্মকর্তারা তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দাচেপল্লি রবিন্দরকে তার হায়দ্রাবাদ বাসভবন থেকে গ্রেপ্তার করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয় চত্বর ব্যবহার করাসহ আরও কিছু সুবিধার প্রদানের পরিবর্তে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি দাশারি শংকরের কাছ থেকে ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজারের বেশি টাকা) দাবি করেন রবিন্দর।
ইন্ডিয়া টুডে বলছে,৫০ হাজার রুপি ঘুষ নেওয়ার সময় এসিবি-এর কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়েন রবিন্দর। দাচেপল্লি রবিন্দরের বাসভবন ও অফিসে তল্লাশি চালায় এসিবির কর্মকর্তারা।তারা উপাচার্যের বাড়ির আলমিরা থেকে টাকা উদ্ধার করে।
প্রতিবেদনে বলা হয়েছে,গ্রেপ্তারের পর রবিন্দরকে হায়দারাবাদের দুর্নীতি দমন আদালতে তোলা হবে।এই ঘটনায় আরও তদন্ত চলছে।











