অপরাধ-আইন-আদালত

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছেন-হাইকোর্ট

  প্রতিনিধি ২১ মে ২০২৫ , ৫:১৯:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলায় রুল জারি করা হয়।

বুধবার (২১ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ।তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

আরও খবর

Sponsered content