ব্যবসা ও বাণিজ্য সংবাদ

ব্যবসায়িক অ্যাসোসিয়েশনগুলো সবসময় ব্যবসা দেখে-বুয়েটের অধ্যাপক,রাজিয়া সুলতানা

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সবসময় ব্যবসা দেখে’ব্যবসায়িক অ্যাসোসিয়েশনগুলো সবসময় ব্যবসা দেখে উল্লেখ করে বুয়েটের কেমিকৌশল বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা বলেছেন, এ সংগঠনগুলোর নিরাপত্তাজনিত বিষয়গুলোর প্রতি নজর নেই।

রোববার (২৪ সেপ্টেম্বর) ‘হোটেল-রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন রাজিয়া সুলতানা।

তিনি বলেন,দেশের ব্যবসায়িক অ্যাসোসিয়েশনগুলো সব সময় ব্যবসা দেখে।এ সংগঠনগুলোর নিরাপত্তাজনিত বিষয়গুলোর প্রতি নজর নেই।বিশ্ব যখন নিরাপত্তার পাশাপাশি ব্যবসার দিকে জোর দিচ্ছে,আমরা তখন শুধু ব্যবসা করার মনোভাব নিয়ে বসে আছি।

রাজিয়া সুলতানা বলেন,ব্যবসায়ীদের বুঝতে হবে যে নিরাপত্তা নিশ্চিত না করা গেলে ব্যবসায়ও টিকে থাকবে না।প্রতিটি দুর্ঘটনা একটি খারাপ বার্তা দেয়।এতে করে বিনিয়োগ কমে আসবে।

কাজেই নিরাপত্তার দিকটি মানা হচ্ছে কি না,তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন,তাদের একটি গাইডলাইন থাকতে হবে। এলপিজির (তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাস) ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই।

বুয়েটের এই অধ্যাপক বলেন,যারা ব্যবসা করছেন তাদের বিনিয়োগের একটি অংশ মানুষকে সচেতন করতে ক্যাম্পেইনে ব্যয় করতে হবে।সব আবার বিইআরসির ওপর ছেড়ে দিলে হবে না।

বাংলাদেশে ব্যবসা শুরু করতে ২০টি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স নেয়া হয় জানিয়ে তিনি বলেন,কিন্তু দুর্ঘটনা ঘটলে কেউ দায় নেয় না।এতে করে পরিস্থিতির উন্নতি না হয়ে এলপিজি সংক্রান্ত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।

তিনি আরও বলেন,জাপান যখন শুরুতে এলপিজি ব্যবহার করা শুরু করে,তখন অনেক দুর্ঘটনা ঘটতো।বর্তমানে এটি শূন্যের কোটায় নামিয়ে এনেছে দেশটি।আমাদের দুর্ঘটনা শূন্যের কোটায় নামাতে হলে ১০ গুণ পরিশ্রম করতে হবে।

ইন্ডাস্ট্রি এবং রেগুলেটরি অথরেটির মধ্যে কোনো সমন্বয় নেই মন্তব্য করে রাজিয়া সুলতানা।

আরও খবর

Sponsered content