প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ৩:৩১:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। আগামীকাল বুধবার (২৮ মে) সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তারা।২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে।১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, আমাদের সঙ্গে বৈষম্য হয়েছে।তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এই উৎসব ভাতা বৈষম্যের সৃষ্টি করেছে।এর প্রতিবাদে ২৮ মে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে।২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে।১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি।এমপিও ভুক্ত সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।
এর আগে গতকাল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েচিলো সংগঠনটি।আসন্ন পবিত্র ঈদুউল-আজহার আগে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করলে সমগ্র বাংলাদেশের এমপিওভুক্ত কর্মচারীরা কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছিলো।










