শিক্ষা

বুয়েটের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২২ , ৩:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও প্রধান নির্বাচন কমিশনার ড. রাকিব আহসান।

কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের বিভাগের অধ্যাপক ড. রুপক মুৎসুদ্দী। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ খান।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম। আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার কৌশল বিভাগের মো. রায়হান রাশেদ। মাত্র এক ভোটের জন্য তার কাছে পরাজিত হয়েছেন পুরকৌশল বিভাগের শুভাশিস কুন্ডু সানি।

এছাড়া ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে—পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ, কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, গণিত বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার, গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভীন, আই পি ই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুপার।

আরও খবর

Sponsered content