চাকরির খবর

বিসিএসে যেসব পরিবর্তন আনা হয়েছে

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ৪:২০:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিসিএসের আবেদন ফি,মৌখিক পরীক্ষার নম্বর ও মোট নম্বরের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনগুলো প্রজ্ঞাপন আকারে আজ বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের প্রজ্ঞানপনে বলা হয়েছে,বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে।

মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হয়েছে। যেহেতু মৌখিক পরীক্ষার ১০০ কমেছে তাই বিসিএস পরীক্ষার এখন মোট নম্বর ১০০০।

আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।এসব সিদ্ধান্ত ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় সরকারি কর্ম কমিশন পিএসসি। প্রস্তাবে বলা হয়েছিল,বিসিএসের আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়।

আরও খবর

Sponsered content