প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ১২:০৭:২০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে শীতকালজুড়ে রাশিয়ার পরিচালিত আক্রমণ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য।ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে সর্বশেষ গোয়েন্দা তথ্যে এই মন্তব্য করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ইউক্রেনে শীতের শুরু থেকে রাশিয়া ক্রমাগত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমাবর্ষণ করে আসছে।ইউক্রেনীয় নাগরিকদের মনোবল ভেঙে দেওয়া ও যুদ্ধের উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই এই প্রচেষ্টা চালায় রুশ বাহিনী।রুশ আক্রমণের শুরুর দিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। তবে দ্রুতই তারা বিদ্যুৎকেন্দ্র মেরামত করে বিদ্যুৎ সরবরাহ জারি রাখে।শুক্রবার ইউক্রেনীয় জ্বালানিমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ছয় মাস বিরতির পর আবারও ইউরোপে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে কিয়েভ।
ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী ইউক্রেন।প্রতিবেশী মলদোভাতেও দেশটি বিদ্যুৎ রফতানি করে। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলায় মলদোভাতেও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল সাময়িক।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে,২০২২ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ১৬ লাখ নাগরিকের জন্য ২৬০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ বিক্রি করেছে দেশটি।
গত বছর অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে রাশিয়া।কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইঙ্গিত দিচ্ছে,মার্চ মাসের শুরু থেকে এমন হামলার সংখ্যা কমে আসছে।মাঝে মধ্যে ছোট আকারের হামলা অবশ্য অব্যাহত রেখেছে রাশিয়া।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার উল্লেখ করেছে, ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করতে রাশিয়ার উদ্যোগ প্রাথমিক লক্ষ্য অর্জন করতে পারেনি।ইউক্রেন এখনও বিদ্যুৎ উৎপাদন করছে।উষ্ণ আবহাওয়ায় দেশটির বিদ্যুৎ সঞ্চালন আরও বাড়তে পারে।
অক্টোবরে জ্বালানি কাঠামোতে রুশ আক্রমণ শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন বিদ্যুৎ রফতানি বন্ধ করে দেয় ইউক্রেন। কিন্তু শুক্রবার এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী বলেছেন,প্রায় দুই মাস ধরে বিদ্যুৎ রফতানি স্বাভাবিক হয়েছে।কঠিন শীতকাল শেষ হয়ে গেছে।এখন পরের পদক্ষেপ হলো বিদ্যুৎ রফতানি জারি রাখা।
ইউক্রেনে চলমান যুদ্ধের মনোযোগ এখন পূর্বাঞ্চলে।রাশিয়া বাখমুত শহর দখলের চেষ্টা করে যাচ্ছে প্রায় আট মাস ধরে। ইউক্রেন শহরটি থেকে পিছু হটছে না।পশ্চিমারা গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে,আবহাওয়ার উন্নতি হলে উভয়পক্ষ আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।