জাতীয়

বিদেশি পর্যবেক্ষকদের খসড়া নীতিমালা আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সভায় উপস্থাপন করা হবে

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ৬:২৫:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিদেশি পর্যবেক্ষকদের খসড়া নীতিমালা নিয়ে দু’দফা আন্তঃমন্ত্রণালয় মতবিনিময় সভা হয়েছে।আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সভায় প্রস্তাবিত নীতিমালা উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,রাজস্ব বোর্ড,তথ্য মন্ত্রণালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অতিরিক্ত সচিব বলেন,গত ২৩ আগস্ট আমরা আন্তঃমন্ত্রণালয় প্রথম সভা করেছিলাম।বৃহস্পতিবার দ্বিতীয় সভা করলাম, এটা শেষ সভা।এ সভার সিদ্ধান্ত অনুযায়ী,বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালার খসড়া তৈরি করে সেটি কমিশনের কাছে উপস্থাপন করবো।কমিশনের অনুমোদনের পরে সেটি পাবলিক হবে।এর আগে খসড়ার বিস্তারিত নিয়ে তো আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না।

ইসির এই কর্মকর্তা জানান,খসড়া নীতিমালায় বিভিন্ন রকমের বিষয় আছে।রবিবার বা সোমবার খসড়াটা চূড়ান্ত করে কমিশনে উপস্থাপন করা হবে।

প্রস্তাবনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও বিদেশি পর্যবেক্ষকদের ‘অভিজ্ঞতা’ লাগবে বা পেশারদার পর্যবেক্ষক বিষয়ে সুপারিশ করা হতে পারে বলে জানান তিনি।

কী ধরনের পরিবর্তন আসতে পারে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন,ব্যাপক কোনও চেঞ্জ নেই।কারণ,এটা যাতে ‘অবজারভার ফ্রেন্ডলি গাইডলাইন’ করতে পারি,সে বিষয় নিয়েই আলোচনা করেছি।অভিজ্ঞতার বিষয়টি থাকতে পারে, পেশারদার পর্যবেক্ষকদের বিষয়েও সুপারিশ করতে পারি। আমরা অনেক কিছুই সুপারিশ করতে পারি।তবে কমিশন কোনটা রাখবে তা কমিশের সিদ্ধান্ত।

আগামী ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। তার আগে নভেম্বরে তফসিল ঘোষণা হতে পারে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে।এরপর নির্ধারিত সময়ে তারা আবেদন করতে পারবে।

আরও খবর

Sponsered content