সারাদেশ

বিজিবি’র অভিযানে ১০৬ পিচ স্বর্ণের বার উদ্ধার-আটক ১

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ১২:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।।যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি(১০৬ পিচ বার) স্বর্ণ সহ সাজু আহম্মেদ(২০) নামের এক স্বর্ণ পাচার কারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র সদস্যরা।

উক্ত বিষয়ে ৪৯, বিজিবি’র বেনাপোল কোম্পানী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মুখোমুখি বৈঠকে বসেন লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী(অধিনায়ক,যশোর ব্যাটালিয়ন,৪৯ বিজিবি)।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,মঙ্গলবার(১৮ অক্টোবর) আনুমানিক বেলা ১ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ নুর আলম মিয়া এর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ দল যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাংদা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ব্যাংদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা ব্যাক্তি সাজু আহম্মেদ কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে শরীরের সাথে অভিনব কায়দায় রাখা ১০৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ১২ কেজি এবং বাজার দর হিসেবে এর মূল্য ধরা হয়েছে ১০,০০,০০,০০০/(দশ কোটি) টাকা। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামী সাজু আহম্মেদের বাড়ী যশোর জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামে। সে মৃত আব্দুস সালামের ছেলে।

আসামী সাজু আহম্মেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে ১০৬ পিচ স্বর্ণ,মোবাইল সহ ঝিকরগাছা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মিনহাজ ছিদ্দিকী জানান।

আরও খবর

Sponsered content