সারাদেশ

বিএমপির ২ ম্যাগাজিন সহ ৬০ গুলি হারিয়েছে!

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৩:২৬:২৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল মহানগর পুলিশের দুই ম্যাগাজিন ভর্তি ৬০টি গুলি হারিয়ে গেছে; এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নগরীর কালীবাড়ী রোডের বিএম স্কুল সংলগ্ন মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) কার্যালয় থেকে গুলি হারানো গিয়েছে বলে কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানানা।

মঙ্গলবার বিকালে তিনি বলেন, “অনেক আগের ঘটনা এটি। তদন্ত করছি।এখন পর্যন্ত উদ্ধার হয়নি।”

ওসি আরও বলেন, “খোয়া যাওয়া গুলি মহানগর পুলিশের রিজার্ভ ফোর্সের,সেগুলো ট্রাফিক অফিসে রাখা ছিলো,আর সেখান থেকেই গুলি খোয়া গেছে।”

উপ-কমিশনার (ট্রাফিক) কার্যালয়টি ভাড়া নেওয়া।ডিসেম্বরের প্রথম সপ্তাহে গুলি হারানোর পর থেকে কার্যালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে।বাড়ানো হয়েছে ওই কার্যালয়ের নিরাপত্তা। সিসি টিভি ক্যামেরা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, “এটা আমাদের নয়,যারা রাতে কার্যালয়ের নিরাপত্তা দেয় তাদের।এ বিষয়টি নিয়ে কোতোয়ালী মডেল থানা কাজ করছে।উপ-কমিশনার (দক্ষিণ) এ ব্যাপারে ভালো বলতে পারবেন।”

উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, “ট্রাফিক অফিস থেকে ৬০টি গুলি চুরির ঘটনায় তদন্ত চলমান আছে।তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

আরও খবর

Sponsered content