সংবাদ বিজ্ঞপ্তি

বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ২:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ

বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান,সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক বিবৃতিতে তারেক রহমান বলেন,মরহুম মাহমুদুল হাসান ছিলেন একজন দেশপ্রেমিক,আদর্শনিষ্ঠ ও আপোষহীন রাজনীতিবিদ। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে আস্থাশীল থেকে আজীবন রাজনীতি করে গেছেন।

তারেক রহমান বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাহমুদুল হাসানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। বহুদলীয় গণতন্ত্র,মানুষের বাক ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তিনি নিরলসভাবে কাজ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়,জনসেবার মহান লক্ষ্যকে সামনে রেখে রাজনীতি করায় তিনি সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে নিজ এলাকা ছাড়াও সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি পরিচিত ছিলেন,তেমনি ব্যক্তি হিসেবেও ছিলেন সজ্জন ও বিনয়ী।

তারেক রহমান মরহুম মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারবর্গসহ দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসান আজ বেলা ৩টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিএনপি ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content