রাজনীতি

বিএনপির শীর্ষ দু’নেতার দলীয় পদ থেকে পদত্যাগ নিয়ে নানামুখী রাজনৈতিক আলোচনা

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ১:২৯:২১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ দু’নেতার দলীয় পদ থেকে পদত্যাগ নিয়ে নানামুখী রাজনৈতিক আলোচনা চলছে বিভিন্ন মহলে। মাত্র দেড় মাসের ব্যবধানে এই দু’নেতার পদত্যাগ ঘিরে ওঠে আসছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি।

সাবেক উপজেলা সভাপতি ও মেয়র বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম লাবু তার পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড,সমন্বয়হীনতা,অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন।

পাশাপাশি কমিটির যুগ্ম আহ্বায়ক মো: গোলাম ওয়াহীদ হারুন পদত্যাগপত্রে উল্লেখ করেছেন,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির বিতর্কিত কর্মতৎপরতা,অসাংগঠনিক কর্মকাণ্ড,নেতাকর্মীদের সাথে সমন্বয়হীনতা ও ইতোমধ্যে কুড়ানো দুর্নামের ভাগীদার না হবার দৃঢ় প্রত্যয়ে কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করলাম।

সার্বিক বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন বলেন, ‘যে দু’জন পদত্যাগ করেছেন তারা দীর্ঘদিন যাবত দলীয় কোনো কর্মসূচিতে আসেন না,নিষ্ক্রিয় এই দু’নেতার পদত্যাগে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপিতে কোনো প্রভাব পড়বে না।তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই।’

এ বিষয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘এ কমিটি থেকে এর আগে ওয়াহীদ হারুন আর এবার রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন।অন্য নেতাদের চাঁদা*বাজির কারণে তারা পদত্যাগ করেছেন। বিএনপির প্রকৃত রাজনীতি মেহেন্দিগঞ্জে নেই। সেখানে কেবল চাঁদাবাজি চলে।’

 

সূত্র: বাংলাদেশ বাণী ও নয়াদিগন্ত

আরও খবর

Sponsered content