অপরাধ-আইন-আদালত

বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৫ , ৪:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।।ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতে মুসলিমদের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২১ মার্চ) সরেজমিনে দেখা যায়,পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান।এছাড়া,বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা,আর নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে,পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

ঘোষণা অনুযায়ী,জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এছাড়া, জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদেরও মসজিদ এলাকায় উপস্থিত হতে দেখা গেছে।

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এমন সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও খবর

Sponsered content