আন্তর্জাতিক

বহুজাতিক নিরাপত্তা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে-সংযুক্ত আরব আমিরাত

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৪:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বহুজাতিক নিরাপত্তা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।উপসাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে করা এই চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যকার সম্পর্কের অবনতির বিষয়টিই ফুটিয়ে তুলেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়,সকল অংশীদারের সাথে নিরাপত্তা চুক্তি মূল্যায়নের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়,ওমান উপসাগর থেকে তাদের দুটি তেলবোঝাই ট্যাঙ্কার ইরান আটক করার ব্যাপারে ওয়াশিংটনের কাছে অভিযোগ করেও তেমন সাড়া পায়নি আমিরাত।

একটি তেল ট্যাঙ্কার ২৭ এপ্রিল কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল বহন করার সময় ইরানের হাতে আটক হয়। দ্বিতীয় দুবাই থেকে ফুজাইরাহ যাওয়ার পথে ৩ মে ইরানি বাহিনীর হাতে আটক হয়।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়,জাহাজ আটকে সংযুক্ত আরব আমিরাত ক্ষুব্ধ হয়।তারা তাদের নিজেদের পানিসীমাকে অরক্ষিত মনে করতে থাকে।

এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রের সাথে রাশিয়ার সম্পর্ক জোরদার হচ্ছে।চীনের সাথেও সে ঘনিষ্ঠ হচ্ছে।

আরও খবর

Sponsered content