জাতীয়

বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৫:০৯:২১ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৫১৮ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৮০ জন।মোট ২২টি ইউনিয়নে রয়েছে ১৪৯টি ভোট কেন্দ্র এবং ৯৫০টি ভোট কক্ষ।

ইসি দাবি করছে,একজন ভোটারকে ভোট দিতে গড়ে ৩ মিনিট সময় লাগবে।তবে নির্বাচন পর্যবেক্ষক ও স্থানীয়দের মতে,জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে একজন ভোটারের ক্ষেত্রে কমপক্ষে ৫ মিনিট সময় লাগা স্বাভাবিক।

সময় ও সক্ষমতার হিসাব
ভোটগ্রহণের নির্ধারিত সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বা ৪৮০ মিনিট। সে হিসাবে প্রতিটি ভোট কক্ষে গড়ে প্রায় ৪৩৯ জন ভোটার রয়েছে।

ইসির দাবি অনুযায়ী (৩ মিনিটে ভোট):
নির্ধারিত সময়ে সম্পন্ন হতে পারে সর্বোচ্চ ৩৬ শতাংশ ভোট।
বাস্তবসম্মত হিসেবে (৫ মিনিটে ভোট):
সম্পন্ন হতে পারে মাত্র ২১–২২ শতাংশ ভোট।

বিশ্লেষকদের মতে,নারী,বয়স্ক ও নতুন ভোটারদের ক্ষেত্রে সময় আরও বেশি লাগার আশঙ্কা রয়েছে।ফলে বর্তমান অবকাঠামো ও সময়সূচিতে শতভাগ ভোটগ্রহণ বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য,মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ২০২৪ সালের ৬ আগস্ট বর্তমান সরকারের পতনের পর থেকে শূন্য রয়েছে।

এ অবস্থায় নির্বাচন কমিশন যদি ভোটগ্রহণের সময় বৃদ্ধি কিংবা ভোট কক্ষ সংখ্যা না বাড়ায়,তবে ভোটার উপস্থিতি ও ভোটাধিকার প্রয়োগে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

আরও খবর

Sponsered content