সারাদেশ

বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে আজ সোমবার (০৫ সেপ্টেম্বর ২০২২) বেলা ১১টায় বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন, পুলিশ কমিশনার(বিএমপি)মোঃ সাইফুল ইসলাম।

এ সময় তিনি মাদক,ইভটিজিং,জঙ্গীবাদ,গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম,বাল্যবিবাহ,কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা,নারী ও শিশু নির্যাতন,ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা,আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এসময়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়।

উল্লেখ্য যে, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।

এসময় আরোও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার(দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, (বিপিএম-বার),বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মোঃ আসাদুজ্জামান,উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ ছালমা বেগম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার জনাব সাদ্দাম হােসাইনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও খবর

Sponsered content