প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ২:০০:৩১ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল নগরীর ভাটারখাল এলাকার একটি মার্কেটের তৃতীয় তলার কক্ষ থেকে বেল্লাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়ার দাগ থাকা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত বেল্লাল বরিশাল সদর উপজেলার পশ্চিম চর আইচা গ্রামের আবুল হকের ছেলে।পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
স্হানীয়রা জানিয়েছে,মাদক ও নারী সাপ্লাই,দেহব্যবসা নিয়ে বিরোধের জেরে খুন করা হয়েছে।তবে আটককৃতরা অভিযোগ অস্বীকার করেছে।তাদের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শক লেগে মারা গেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি জানান,স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওলিউল্লাহ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে।প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে—বেল্লালের শরীরে মারধর ও পোড়ার স্পষ্ট চিহ্ন রয়েছে।এতে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মায়া চৌধুরী (২৮),সাদিয়া (২৪) এবং রিপন রানা হাওলাদার (৩৬) নামের তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এ ঘটনায় বেল্লালের পরিবার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি মিজানুর রহমান।

















