অপরাধ-আইন-আদালত

বরিশাল কর্ণকাঠিতে বসতঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ , ১০:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

0Shares

বরিশাল ব্যুরো॥বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠি গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে বিএমপির বন্দর থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তারা হলেন-পূর্ব কর্ণকাঠি গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৮) ও তার স্ত্রী লামিয়া আক্তার (২১)।এরমধ্যে বৈদ্যুতিক পাখার সাথে স্বামীর ঝুলন্ত ও খাটে শোয়ানো অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,রাহাত ও তার স্ত্রী লামিয়ার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে দ্বন্দ্ব চলে আসছে।দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর রাহাত আত্মহত্যা করেছে বলে এলাকার অনেকেই এমন ধারণা করছেন।এক তলা ভবনের একটি কক্ষে বাবা-মায়ের সাথে স্ত্রী নিয়ে বাস করতো রাহাত।সকাল ৮ টা পর্যন্ত তারা কক্ষ থেকে কেউ বের হয়নি। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাদের ওই অবস্থায় পাওয়া যায়।

তবে পুলিশ বলছে-লামিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া বা দেখা যায়নি।তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ বোঝা ও বলা যা

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares