প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:২২:৫২ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক কিশোরীকে তার পরিবারের জিম্মা থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এ সময় কিশোরীর বাবা ও পরিবারের সদস্যদের ওপর প্রকাশ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ,এর আগেও ওই কিশোরীকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল।পরে পুলিশ ও এক আইনজীবীর সহযোগিতায় কথিত বিয়ের নামে তাকে ধর্ষণ করা হয়—এমন অভিযোগে একটি মামলা দায়ের হয়।মামলার প্রেক্ষিতে কিশোরী প্রায় তিন মাস একটি সেফ হোমে অবস্থান করে।
পরবর্তীতে আদালতের নির্দেশে কিশোরীকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হলে,ওই দিনই পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী,পুলিশের উপস্থিতিতে এক আইনজীবী, অভিযুক্ত ছেলের মা ও বোনসহ কয়েকজন মিলে কিশোরীর পরিবারকে মারধর করে জোরপূর্বক কিশোরীকে ছিনিয়ে নেয়।
ঘটনায় কিশোরীর এক চাচাতো ভাই গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার সময়কার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভাইরাল ভিডিওতে হামলা ও টানাহেঁচড়ার দৃশ্য দেখা গেলেও,এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি কিংবা ভিকটিম পরিবারের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।পুলিশ বলছে,ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার বিস্তারিত জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
বিস্তারিত আসছে…
















