সারাদেশ

বরিশালে দুটি সরকারি হাসপাতালের নার্সদের কর্মবিরতি

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ২:১৪:৪২ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।নার্সিং,মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল প্রশাসন ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবীতে কর্মবিরতি করেছে বরিশালের দুটি সরকারি হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে।তবে হাসপাতালের জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার,ডায়ালাইসিস ওয়ার্ড,আইসিইউ,সিসিইউ, শিশু ওয়ার্ড,নবজাতক শিশুদের নিবির পরিচর্যা কেন্দ্র (স্কানু),লেবার ওয়ার্ড কর্মসূচীর আওতামুক্ত ছিল।এছাড়া মুমুর্ষ রুগীদের সেবায় নার্স ও মিডওয়াইফের জরুরী স্কোয়ার্ড নিয়োজিত ছিল।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগরের আহবায়ক ড. মোঃ আলী আজগর বলেন,কর্মসূচি সোমবার থেকে শুরু হয়।প্রতিদিন তিন ঘন্টা করে কর্মবিরতি পালন করা হচ্ছে।আজকে দ্বিতীয় দিনেও তিন ঘন্টা পালন হয়েছে। আগামীকাল বুধবার পাঁচঘন্টা অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি হবে।

তিনি জানান,কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের দাবী তুলে ধরছি।রোগীদের এতে কোন ভোগান্তি হচ্ছে না বরং রোগীদের সেবা নিশ্চিত করতে আলাদা টিম কাজ করছে।

সংগঠনের সদস্য সচিব শাহ আলম বলেন,শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের নার্সরা কর্মসূচি পালন করছি।আমরা দীর্ঘদিন ধরেই দাবী করে আসছি অধিদপ্তরে ও কাউন্সিলের প্রধান হিসেবে নার্সদের পদায়ন করার।নার্সদের বিষয়ে নার্সদের চেয়ে ভালো কেউ যত্নবান হতে পারে না।সরকারের কাছে দাবী তুলেছি।কিন্তু সরকার আমাদের কর্মসূচিতে কোন কর্নপাত করছে না।এজন্য কর্মবিরতি পালন করা হচ্ছে।

আরও খবর

Sponsered content