অপরাধ-আইন-আদালত

বরগুনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ

  প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ১১:০৮:১২ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক:-বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।শনিবার দিবাগত রাত ৯টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর মা বলেন,আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকায় স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে।বিয়ের আগ থেকেই অভিযুক্ত আমার মেয়েকে বিরক্ত করে আসছে।

বিয়ের পর যখন মেয়ে বাড়িতে আসে,তখনো কুপ্রস্তাব দেয়।গতকাল রাতে আমি ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত ঘরে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, আমি অভিযুক্তকে ভেতরে রেখে দরজা তালাবদ্ধ করে আশপাশের লোকজন ডাকলে স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা লোকজন নিয়ে আসেন।তিনি তালা ভেঙে মেয়েকে মারধর করে অভিযুক্তকে ঘর থেকে বের করে নিয়ে যান।

পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার মেয়েকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।আমার মেয়ে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, রাতে ৯৯৯ ফোন পেয়ে থানা থেকে পুলিশ গিয়েছিল এবং ভিকটিমকে চিকিৎসার জন্য বরগুনা হাসপাতাল পাঠানো হয়েছে। এবিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares