প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ৪:০৩:১৮ প্রিন্ট সংস্করণ
বন্দর প্রতিনিধি।।নারায়ণগঞ্জ বন্দরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে যৌতুক লোভি স্বামীর বিরুদ্ধে।
একাধিক বার স্থানীয় কাউন্সিলর ও সামাজিক ভাবে সমাথান করার চেষ্ঠা করা হলেও যৌতুক লোভি স্বামী ও তার পরিবার মানতে রাজি হননি বলে জানান সালিশগণ।বাধ্য হয়ে বিঞ্জ আদালতে মামলা করেন স্ত্রী। উক্ত মামলায় জামিন পেয়ে স্ত্রীকে মামলা প্রত্যাহার করার জন্য প্রান নাশের হুমকি প্রধান করেন স্বামী ও তার আত্নীয়-স্বজনরা।
হুমকির ঘটনায় বন্দর থানায় একটি সাধারন ডায়রী করেন নং৭৭৯। স্ত্রী তানিয়া আক্তার বলেন,৮ বছর পূর্বে আমার আসাদুজ্জামানের সাথে বিবাহ হয় এবং আমাদের জামান তাহিরা(৭) বছরের একটি কন্য সন্তান রহিয়াছে।
বিয়ের পর থেকে আমার স্বামী বিভিন্ন অংকের যৌতুক দাবি করে আসছিলো এবং আমার বাবা তা পুরন করেছে।
এপর্যন্ত প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ও মালামাল দেওয়া হয়েছে। এবার তাদের দাবিক্রিত যৌতুকের টাকা আমার বাবা দিতে ব্যর্থ হলেই আমাকে মারধর করে আমার সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়।আমি নিরুপায় হয়ে আদালতে একটি মামলা করি মামলা নং সিআর১৯১/২২। আমার স্বামী জামিনে আসিয়া আমাকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি প্রধান করেন।আমি যদি আমার দায়ের কৃত মামলা প্রত্যাহার না করি তাহলে আমাকে প্রান নাশ করিবে বলে হুমকি প্রধান করে।
এব্যাপারে বন্দর থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।