স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

প্রেসক্রিপশনে_ব্যবহৃত_সাংকেতিক_চিহ্ন_পরিচিতিঃ

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১২:১৫:৩২ প্রিন্ট সংস্করণ

এম মাজহারুল ইসলাম।।চিকিৎসা বিজ্ঞানে কিছু Terminology আছে যা সকলের জন্যই জানা প্রয়োজন। অনেক সময় প্রেসক্রিপশান লেখার জন্য অথবা প্রেসক্রিপশান বোঝার জন্য শব্দগুলো প্রয়োজন হয়ে পড়ে। যদিও অনেক চিকিৎসা বিজ্ঞানী এই ধরনের শব্দ সংক্ষেপের পক্ষপাতি নন তথাপি বিশেষ কিছু কারনেই শব্দগুলোর ব্যবহার অনেক সময় অপরিহার্য হয়ে ওঠে। শব্দগুলোর ব্যবহার সাধারনত: প্রয়োজন হয়,

রোগীর কাছে রোগের বিষয়বস্তু গোপন করার স্বার্থে।
সামাজিকভাবে রোগীর গোপনীয়তা রক্ষার স্বার্থে।
ছোট ছোট পরিভাষা ব্যবহার করে, সময় এবং শ্রম সংক্ষিপ্ত করার স্বার্থে।

তবে মনে রাখতে হবে, অনেকসময় একেকজন চিকিৎসক, একেক রকমভাবে শব্দগুলোকে নিজের মতো করে তৈরী করে নেন, সুতরাং অনেক শব্দ সংক্ষেপই অন্যের বোধগম্য না-ও হতে পারে। যেমন G.U কে কোন কোন চিকিৎসক Gastric Ulcer, কেউ কেউ Genital Ulcer, কেউ কেউ আবার Genito Urinary বলতে পারেন, এবং স্ব-স্ব ক্ষেত্রে কোনটিই ভুল নয়। এটা প্রকৃতপক্ষে নির্ভর করে চিকিৎসকের অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা বা Terminology-র জ্ঞানের উপরে। তবে যে সকল শব্দগুলো বহুল প্রচলিত আমি কেবল সেগুলোই উল্ল্যেখ করলাম।
আমি সেই রকমই কিছু শব্দ সংক্ষেপ উল্ল্যেখ করলাম যা আপনাদের ব্যবস্থাপত্র লিখতে অথবা পড়তে কিঞ্চিত হলেও সাহায্য করবে। চেষ্টা করেছি প্রায় প্রতিটি শব্দ সংক্ষেপের একটু বাংলা দিয়ে বুঝিয়ে দেয়ার, কিন্তু কিছু কিছু বিষয় অনেক বিস্তারিত ব্যখ্যা প্রয়োজন বলে এড়িয়ে গেছি। পরে সম্ভব হলে হয়ত লিখবো। সমোয়ভাবে Alphabetically লিখতে পারলাম না বলে দু:খিত। যদি আপনারা নোট করার প্রয়োজন মনে করেন তবে তা করে নিতে পারেন। বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখে, কিছু শব্দ আমি উল্ল্যেখ করি নি।

▪LAP = Lower Abdominal Pain. = তলপেটে ব্যথা।
▪LBP = Low Back Pain.= মাজাব্যথা।
▪RA = Rheumatic Arthritis.= বাতজনিত সন্ধিপ্রদাহ।
▪OA = Osteo-arthritis.= অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।
▪MI = Myocardial Infraction. = একপ্রকার হৃৎপিন্ডের রোগ।
▪DUB = Disfunctional Uterine Bleeding. = জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরন।
▪ PCOS = Poly-Cystic Ovarian Syndrome.=পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
▪ DM = Diabetes Mellitus.= ডায়াবেটিস মেলিটাস।
▪ NIDDM = Non- Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।
▪ IDDM = Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।
▪ CKD = Chronic Kidney Disease.= ক্রনিক কিডনী ডিজিজ।
▪ LVeF = Left Ventricle Failure.= বাম নিলয়ের কার্যকারীতার অভাব।
▪ COPD = Chronic Obstructive Pulmonary Disease.= ফুসফুসের পুরাতন প্রকৃতির প্রতিবন্ধকতামূলক রোগ।
▪ RTI = Respiratory Tract Infection.= শ্বাসতন্ত্রে সংক্রামসজনিত প্রদাহ।
▪ RTA = Road Trafic Accident. = সড়ক দূর্ঘটনা।
▪ UTI = Urinary Tract Infection.= মূত্রনালীর সংক্রামনজনিত রোগ।
▪ GBS = Guillain-Barre Syndrome.= গুলিয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।
▪ IBS = Irritable Bowel Syndrome.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
▪ IBD = Irritable Bowel Disease. / Inflammatory Bowel Disease.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
▪ DU = Duodenal Ulcer.= ডুওডেনামের ক্ষত।
▪ GU = Gastric Ulcer.= পাকস্থলীর ক্ষত।
▪ GU = Genital Ulcer.= জননাঙ্গের ক্ষত।
▪ ARI = Acute Respiratory Infection.= সদ্য শ্বাসতন্ত্রের প্রদাহ।
▪ HTN = Hypertension.= উচ্চরক্তচাপ।
▪ VD = Venereal Disease.= যৌনরোগ।
▪ VD = Village Doctor.= পল্লী চিকিৎসক।
▪ STD = Sexually Transmitted Disease.= যৌন সংক্রামক রোগ।
▪ NS = Nephrotic Syndrome.= কিডনী সংক্রান্ত রোগ।
▪ ALL = Acute Lymphocytic Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ AML = Acute Myelogenous Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ CML = Chronic Myeloid Leukemia = এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ AAA = Abdominal Aortic Aneurysm. = পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
▪ TAA = Thoracic Aortic Aneurysm.= বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
▪ PUO = Pyrexia of Unknown Origin.= যে জ্বরের কারন নির্য়য় করা যায় না।
▪ GERD = Gastro-esophageal Reflex Disease.= পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লেক্স জনিত উপসর্গ।
▪ NSAID = Non-Steroidal Analgesic & Anti-Inflammatory Drugs. = এ্যালোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।
▪ IHD = Ischemic Heart Disease. = হৃৎপিন্ডে “ইস্কেমিয়া”জনিত রোগ।
▪ P/V = Per Vaginal ….= যোনীপথ, যোনীপথে বা যোনীপথ হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
▪ P/R = Per Rectal ….= মলদ্বার, মলদ্বারে, মলদ্বার হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
▪ IUCD অথবা শুধু CD = Intra-uterine Contraceptive Device অথবা শুধু Contraceptive Device.= জরায়ুর ভেতরে প্রবিষ্ট জন্মবিরতীকরন যন্ত্র বিশেষ। যেমন “কপার-টি।”
▪ A.N = Anxiety Neurosis.= একধরনের মানসিক রোগ। অকারন উদ্বিঘ্নতা।
▪ E.D = Erectile Dysfunction = লিঙ্গোথ্বানজনিত গোলযোগ।
▪ PME = Premature Ejaculation.= সময়ের পূর্বে বীর্যপতন।শীঘ্রপতন।
▪ GIT = Gastro-intestinal Tract.= পরিপাক নালী।
▪ MR = Menstruation Regulation.= ঋতুস্রাব নিয়মিতকরনের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুন নষ্ট করার পদ্ধতি।
▪ D & C = Dilatation & Curettage.= একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী।এতে জরায়ু মুখ সম্প্রোসারিত করে জরায়ুর অভ্যান্তর চাঁছা হয়।
▪ VSD = Ventricular Septal Defect.= হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ক্রুটি।
▪ DNS = Deviation Nasal Septum. = নাকের মাঝখানের নরম অস্থি বাঁকা।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

আরও খবর

Sponsered content