অপরাধ-আইন-আদালত

প্রা্ইভেট পড়তে গিয়ে বন্দরে শিক্ষার্থী রিপা নিখোঁজ

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ২:৫৬:০৩ প্রিন্ট সংস্করণ

বন্দর প্রতিনিধি।। বন্দরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে রিপা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ শিক্ষার্থীর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী মা মাফুন বেগম বাদী হয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১৫৯।

এর আগে গত সোমবার ( ৩ অক্টোবর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে শুবকরদীস্থ চরধলেরশ্বরী এলাকা থেকে বের হয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থী রিপা আক্তার একই এলাকার গিয়াস উদ্দিন মিয়ার মেয়ে। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে উল্লেখিত শিক্ষার্থীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরও খবর

Sponsered content