চাকরির খবর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চারটি পদে নিয়োগের জরুরি নির্দেশনা

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৪:২৪:২৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চারটি পদে নিয়োগ কার্যক্রমের জন্য প্রার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার,উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক,অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে টেলিটকের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছিল।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের অংশ হিসেবে ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে যারা আবেদন করেছিলেন,তাদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়,নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড না করলে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না।নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি আপলোড সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content