প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৪:৫৮:৫২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনের অংশ হিসেবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় পুলিশি হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারের জন্য ক্ষতিপূরণসহ পূর্ণ পেনশন দেয়ার দাবি জানানো হয়। দাবি আদায়ে অগ্রগতি না হলে আগামী ৩০ নভেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেয়া হয়।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনটি আয়োজন করে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।সংগঠনের আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মাসুদুর রহমান ও মুক্তি মালেক।শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক খাইরুন নাহার লিপি। লিখিত বক্তব্য পড়েন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
এ সময় ১০ম গ্রেডসহ তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি ঘোষনা করেন তারা।কর্মসূচিগুলো হলো- আগামী ২৯ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব উর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব আলোচনায় ১০ নভেম্বরের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী তিন দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৩০ নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি থাকবে।

















