জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন-আর্জেন্টিনার প্রেসিডেন্ট,আলবার্তো ফার্নান্দেজ

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২২ , ২:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে বিপুল সমর্থন দিয়েছে বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তরা।৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের শিরোপা জয়ের পর আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার জবাবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

মঙ্গলবার ( ২০ ডিসেম্বর) এক টুইটবার্তায় কৃতজ্ঞতা জানিয়ে আলবার্তো ফার্নান্দেজ লিখেন,‘ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে।গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো না, আজ এখানে দুইটি পতাকাও উড়ছে।চলুন,এই বন্ধনকে আরও গভীর করি।’

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার জয়কে দৃষ্টিনন্দন বলে অভিহিত শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলকে আন্তরিক অভিনন্দন।’

আরও খবর

Sponsered content