জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর চূড়ান্ত

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ৪:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর চূড়ান্ত পর্যায় রয়েছে।জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে আগামী ২৫-২৮ এপ্রিল শেখ হাসিনা জাপান সফর করবেন।এবারের সফরে ৮টি স্মারক সই করার সম্ভাবনা আছে।তবে এবার মূল গুরুত্ব পাবে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক সই।একই সঙ্গে দুই দেশের সম্পর্ক কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার ঘোষণা আসার কথা রয়েছে।সব মিলিয়ে জাপানের সঙ্গে নতুন সম্পর্কের দিক উন্মোচন হবে বলে আশা করছে বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিকরা।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী।এখানকার ভোক্তা বাজার অনেক বড়।ফলে আগে চেয়ে বাংলাদেশের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভৌগোলিকভাবেও বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ।’

আরও খবর

Sponsered content