জাতীয়

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই এসএসএফ স্টেশনগুলোর দায়িত্ব নিয়েছে

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ৪:২২:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।উদ্বোধনের অপেক্ষায় থাকা মেট্রোরেলের স্টেশনগুলোতে নিরাপত্তার দায়িত্বভার নিয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার দায়িত্বে থাকা এসএসএফ।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনের কনকোর্স ছাদ নিয়ন্ত্রণ নিয়ে এসএসএফ এবং সিঁড়ি থেকে নিচের অংশে পুলিশের পাহারা বসিয়েছে কর্তৃপক্ষ।স্টেশনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার মেট্রোরেল উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই এসএসএফ স্টেশনগুলোর দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র‌্যাপিট ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর উপ প্রকল্প ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এসএসএফ আগে থেকেই স্টেশনগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন।

“বিশেষ করে কনকোর্স অংশ (টিকেট কাউন্টারসহ মূল স্টেশন ফ্লোর) এসএসএফ অবস্থান করছে। আর নিচের অংশের নিরাপত্তার জন্য পুলিশ দায়িত্ব পালন করছে।”

২৮ এপ্রিল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ-চালিত ট্রেনের যাত্রা শুরু হবে।উদ্বোধনের দিন ট্রেনে যাত্রী নেবে না, পরদিন শুরু হবে যাত্রী বহন।

উদ্বোধনের তিন দিন আগে স্টেশনগুলোতে সিঁড়ির পরিষ্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ করতে দেখা গেছে।

বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়,কোনো স্টেশনের সিঁড়ির নিরাপত্তা বেষ্টনি লাগানো হচ্ছে।কোনো স্টেশনে ফুটপাতের টাইলস লাগানো চলছে।কোনো স্টেশনে চলছে ধোয়া মোছার কাজ।

ঢাকার উত্তরা থেকে আপাতত আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে, এরমধ্যে রয়েছে নয়টি স্টেশন।

মেট্রোরেল স্টেশনে প্রবেশ পথে পাহারায় পুলিশ ও আনসার
শেওড়াপাড়া স্টেশনের ফিটিংস লাগানোতে কিছুটা পিছিয়ে থাকতে দেখা গেছে।এই স্টেশনের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে নিরাপত্তা বেষ্টনি রোববার বিকালেও লাগানো হয়নি।সেখানে কর্মরত এক কর্মী বলেন,বুধবারের আগেই সব কাজ শেষ হয়ে যাবে।

মিরপুর পল্লবী স্টেশনে গিয়ে দেখা যায়,স্টেশনের নিচের কলাপসিবল গেইট অল্প খোলা রেখে দুজন পুলিশ চেয়ার পেতে বসে আছেন।সিঁড়ির উপরের দিকে যেতে চাইলে বাধা দিয়ে একজন পুলিশ বলেন,নিরাপত্তার জন্য ২৮ তারিখ পর্যন্ত উপরে যাওয়া যাবে না।

এরপর মিরপুর ১১, ১০ এবং কাজীপাড়া ও শেওড়া পাড়ার স্টেশনেও একই চিত্র দেখা গেছে।

মিরপুর ১০ স্টেশনে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, তাদের সবাইকেই পুলিশ লাইন থেকে বিশেষ এই দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ লাইন্সের জনবল দিয়ে মেট্রোরেলের স্টেশনগুলোর নিরাপত্তা দেওয়া হবে।

আরও খবর

Sponsered content