প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৪ , ৫:২৮:২৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের বিশেষ সহকারী হিসেবে তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র,ডা. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং অধ্যাপক ডা. এম আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়— যেখানে বলা হয়েছে,এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী,বিশেষ সহকারী পদে নিয়োগপ্রাপ্তরা প্রতিমন্ত্রী পদমর্যাদার বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।