প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৬:৫৭:৪০ প্রিন্ট সংস্করণ
ডেক্স রিপোর্ট।।গত ১০ জানুয়ারি দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় প্রকাশিত ‘শালিসির রায় শুনে এক নারীর মৃত্যু’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বারেক মৃধা।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন,সুদের টাকার রায় শুনে মৃত্যু—এ মর্মে নারীর স্বামীর বরাত দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে,তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।তিনি দাবি করেন,কারও দ্বারা প্রভাবিত হয়ে সংবাদের অংশে শালিসের নাম উল্লেখ করা হয়েছে,যা নিন্দনীয় ও দুঃখজনক। প্রকাশিত সংবাদের সঙ্গে তার নাম জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
বারেক মৃধা আরও জানান,দক্ষিণ উলানিয়া ইউনিয়নের লালগঞ্জ এলাকার বেল্লালের প্রয়াত স্ত্রী তার প্রয়োজনের জন্য তার কাছ থেকে টাকা ধার নেন।পরবর্তীতে সময়মতো টাকা পরিশোধ না করায় বিষয়টি তিনি স্থানীয় মিল্টন চৌধুরীকে অবগত করেন।একপর্যায়ে প্রতিপক্ষ সনিয়া বেগম ও তার স্বামী বেল্লাল মিল্টন চৌধুরীর কাছে গিয়ে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং যথাসময়ে টাকা পরিশোধ করবেন বলে উপস্থিত মিল্টন চৌধুরীকে সাক্ষী রেখে জানান।
তিনি বলেন,ঘটনার দিন সকালে এ বিষয়ে কথা বলে যাওয়ার পর সন্ধ্যায় ওই নারী নিজ বাড়িতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।এখানে তিনি পাওনাদার এবং বিষয়টি অবগত হওয়া ব্যক্তি—এ অবস্থায় তার কোনো দোষ নেই বলে দাবি করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়,তিনি ও তার পরিবার ওই পক্ষের কাছে মোট ৬ লাখ টাকা পাবেন,যা সনিয়া বেগম স্বীকার করেছেন।এখানে কোনো শালিসি করা হয়নি কিংবা কাউকে চাপ সৃষ্টি করা হয়নি।
ভ্রান্ত সংবাদ প্রকাশের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে দাবি করে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানান।
বারেক মৃধা
জাদুয়া গ্রাম,দক্ষিণ উলানিয়া ইউনিয়ন
মেহেন্দিগঞ্জ,বরিশাল।













