জাতীয়

প্রকল্প বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে-সাবের হোসেন চৌধুরী

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৪ , ৪:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,প্রকল্প বাস্তবায়ন যথাসময়ে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পন্ন করা অত্যন্ত জরুরি।প্রকল্প বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।সরকারি বরাদ্দের সর্বোত্তম ব্যবহার করতে হবে।

রোববার (২৮ জানুয়ারি) পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব।’

কক্সবাজার ও গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেছেন,জনগণ যাতে ঝামেলামুক্তভাবে সাফারি পার্কে প্রবেশ করতে পারে,এ জন্য অ্যাপসের মাধ্যমে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হবে।পাশাপাশি সাফারি পার্কের পরিবেশ ও বন্য প্রাণির ব্যবস্থাপনা আরও উন্নত ও যুগোপযোগী করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন—মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ,অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ অনেকে।

আরও খবর

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে-আনোয়ারুল ইসলাম

১৯৭১ সালের ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে-পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ফোনালাপে মগ্ন এক মা খাবারের বদলে কোলের সন্তানকেই রেফ্রিজারেটরে ভরে রাখেন!

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে ৬দিনের সফরে ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর

বিদ্যুৎ-জ্বালানি খাতের আর্থিক পরিস্থিতি লেজেগোবরে অবস্থা!

Sponsered content