আন্তর্জাতিক

পোখারায় ৭২ আরোহী নিয়ে ভেঙে পড়া বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১২:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ভেঙে পড়া বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে।রবিবার সকালের ওই দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার সকালে ব্ল্যাক বক্সটি পাওয়া যায়।

পোখারা বিমানবন্দরের শের বাথ ঠাকুর নামে এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।ব্ল্যাক বক্স পাওয়ায় বিমানটির দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে ধারনা করা হচ্ছে।

রাজধানী কাঠমান্ডু থেকে পোখরাগামী বিমানটি অবতরণের ১০ সেকেন্ড আগে সেতী গণ্ডকী নদীর তীরে একটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে।ওই ঘটনায় চার ক্রুসহ সকল যাত্রীর মৃত্যু হয়েছে। ৬৮ মরদেহ উদ্ধার হলেও মেলেনি চারজনের।নিহতদের মধ্যে অন্তত ২০ জন বিভিন্ন দেশের নাগরিক।

প্রাথমিক ভাবে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে ধারনা করা হয়।তবে পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রণালয় আকাশ পরিষ্কারই ছিল বলে জানায়।ফলে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে বলে খবর আসে।

নেপালের সংবাদমাধ্যম দাবি করেছে,বিমানটি নামার সময় বড় বাঁক নিয়ে ছিল।সেই সময়েই পাইলট নিয়ন্ত্রণ হারান। বিপজ্জনক ভাবে অনেক নীচ দিয়ে উড়ে যাচ্ছিল সেটি।তার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

নেপালের বিমান পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে,ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার আসল কারণ শিগগির জানা যাবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares