প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৫:২৮:০২ প্রিন্ট সংস্করণ
মেহেন্দীগঞ্জ (বরিশাল),প্রতিনিধি।।বরিশাল জেলার পুলিশ সুপার জনাবা ফারজানা ইসলাম মহোদয়া গত ইংরেজি ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মেহেন্দীগঞ্জ থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মহোদয়া মেহেন্দীগঞ্জ থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মেহেন্দীগঞ্জ সার্কেল) বরিশাল জনাব জাকির হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়া থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয়া মেহেন্দীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সসহ গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়কালে তিনি পেশাদারিত্ব,শৃঙ্খলা বজায় রাখা,জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয়ার এই আকস্মিক পরিদর্শনে থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মতৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।












