প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ১২:০৩:২৩ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় মাছের ডিপোতে চাঁদাবাজী, চুরি, মারপিট , শ্লীলতাহানি,ক্ষয়ক্ষতি, ভয়ভীতি সহ নানাবিধ অভিযোগে পুলিশ ২জন কে আটক করেছে।

৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।
লিখিত অভিযোগে জানা যায়, পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আঃ সাত্তার টিপু কচুবুনিয়া গ্রামে মাছের ডিপো করে ব্যবসা বাণিজ্য করে আসছে।
গত ২৫/১০/২২ তারিখ সকালে গদাইপুর গ্রামের রুপ সরদারের ছেলে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইকারী,হত্যা চেষ্টার আসামী কাজল বাহিনীর প্রধান কাজল ও রেজাউল সহ ৪/৫জন ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মারপিট করে ৩৭ হাজার ৫শত টাকা নেয়।
এছাড়া প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে হবে। দিতে অস্বীকার করায় টিপুকে মারপিট করতে থাকলে প্রতিবেশী মাজেদা বেগম এগিয়ে আসলে তাঁকেও মারপিট করে শ্লীলতাহানি করে।ভাংচুর,ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
এঘটনায় আঃ সাত্তার টিপু বাদী হয়ে কাজল ও রেজাউলের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।
যার নং ৩১ , তাং ২৭/১০/২২,ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/৩৫৪/৪২৭/৫০৬/১১৪। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কায়েস মিয়া জানান,আসামী কাজল ও রেজাউল কে শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

















