অপরাধ-আইন-আদালত

পহেলা বৈশাখে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই-র্যাবের ডিজি

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৮:২১:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পহেলা বৈশাখে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন,মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়; বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে।

এম খুরশীদ হোসেন বলেন,সারা দেশে র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে; বৈশাখ উদ্‌যাপন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন,নাশকতা ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে।র‌্যাবের সব ব্যাটালিয়নকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিমের কাজ শুরু হয়েছে বলেও জানান এম খুরশীদ হোসেন।

র‌্যাবপ্রধান বলেন, নারী দর্শনার্থীদের হেনস্তা ও যৌন হয়রানি ঠেকাতে আলাদা টিম গঠন করা হয়েছে।

আরও খবর

Sponsered content