চাকরির খবর

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন-সাজ্জাদ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৪:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এবারই প্রথমবারের মতো বিসিএসে অংশ নিয়েছিলেন সাজ্জাদ।প্রথমবারেই করলেন বাজিমাত।প্রস্তুতির মধ্যে কোনো কৌশল ছিল কি না? সাজ্জাদ বলেন,সাধারণ জ্ঞান নিয়ে একটু ভয় কাজ করত।এই জিনিসটা আগে কখনোই পড়িনি।রিটেনে গিয়ে সাধারণ জ্ঞানের জন্য নোটখাতা বানাই।বাংলাদেশ ও আন্তর্জাতিক দুই বিষয়ের জন্যই।নোট খাতাগুলো আমাকে অল্প সময়ে প্রস্তুতি নিতে অনেক সাহায্য করেছে।’

সফলতার পেছনে মা ও ভাইয়ের অবদানের কথা স্মরণ করলেন সাজ্জাদ।বললেন, ‘বাবা ছিল না।বড় ভাই আমাকে পড়াশোনা করিয়েছেন।তাঁর স্ট্রাগল ছিল অনেক বেশি।আমার মা অনেক ত্যাগ স্বীকার করেছেন।একেবারে ছোট ছেলেকে কেউ শহরে পাঠায় না।আমি যখন পঞ্চম শ্রেণিতে,পড়ালেখার জন্য আমাকে শহরে পাঠিয়ে দেওয়া হয়।মা সারাক্ষণই কান্নাকাটি করত।আমার মনে পড়ে,প্রতিবার শহরের বাসে তুলে দিয়ে মায়ের সে কী কান্না!হেলপারের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করত,তার ছেলেকে যেন ঠিক জায়গায় নামিয়ে দেওয়া হয়।প্রথম প্রথম আমিও কান্নাকাটি করতাম।মা-বাবার থেকে এত দূরে এসে থাকা,ষষ্ঠ শ্রেণির একটা বাচ্চার জন্য অনেক কঠিন।’

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের এক অজপাড়াগাঁয়ে জন্ম সাজ্জাদের।অনুপ্রেরণা প্রসঙ্গে কোনো ব্যক্তির কথা নয়, বরং বললেন,কীভাবে পরিবার ও এলাকাবাসীর জন্য কিছু করব,এটাই সব সময় মাথায় আসত।সে জন্য ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম,ডাক্তার হতে পারিনি।প্রকৌশলে ভর্তি হয়েও প্রকৌশলী হওয়া হলো না। একমাত্র বোধ হয় বিসিএসের মাধ্যমেই আমার ইচ্ছাটা পূরণ করা সম্ভব।’

আরও খবর

Sponsered content