প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ১:৫২:২০ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার অপরাধে দুই মোটরসাইকেল আরোহীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে ইসমাইল ও মনির হোসেন নামের দুজনকে জরিমানা করা হয়।মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বজলুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেতুতে কোনোভাবেই দাঁড়ানো কিংবা ছবি তোলা এবং লেন ক্রস না করার বিষয়ে নির্দেশনা ছিল। শুক্রবার সকাল থেকে আমাদের তৎপরতা ছিল।নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে সেতুতে ছবি তুলছিল এবং বেশ কয়েকজন নির্ধারিত লেন ক্রস করে যানবাহন চলার লেনে চলে যায়।
বজলুর রহমান আরও বলেন, সেতুর বিভিন্ন স্থান থেকে এ চিত্র দেখে শৃঙ্খলা ভঙ্গকারীদের আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইনে তাদের ৩ হাজার টাকা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জাগো নিউজকে বলেন, সেতুতে নিয়ম শৃঙ্খলার জন্য আমাদের কার্যক্রম চলছে।যেহেতু কাল কিংবা পরশু ঈদ তাই আজ ভোরে বেশ চাপ ছিল।তবে ৮টার পর থেকে সে চাপ অনেকাংশে কমে গেছে।এখন যারা আসছে তাদের আর অপেক্ষা করতে হচ্ছে না। আমাদের সদস্যরা যাত্রীদের নিয়ম মানার জন্য তাগিদ দিচ্ছে।কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।













