সারাদেশ

পটিয়ায় বিশ লিটার চোরাই মদসহ গ্রেপ্তার-২

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২২ , ১:৪৮:০১ প্রিন্ট সংস্করণ

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়ন থেকে বিশ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাইদগাও কাজী পাড়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা ব্যাটারী চালিত অটোরিক্সাসহ ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : পটিয়া থানার এসআই (নিঃ) জয়ন্ত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১(এক)টি ব্যাটারী চালিত অটোরিক্সা হইতে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আসামী রাহুল সেন (৩০) ও রাজু নাথ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেন।

পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান,তাদের কাছ থেকে ২০লিটার দেশীয় তৈরি চোরাই মদ পাওয়া যায়। যার আনুমানিক মুল্য ৬ হাজার টাকা।একটা ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।মাদক উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত আছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আটককৃতদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

সুত্রে জানাযায় দীর্ঘদিন যাবত মাদক সম্রাট কুতুবউদ্দিন ও নেজামউদ্দীন পাহাড়ি সুড়ঙ্গ পথে মাদক এনে জমজমাট মাদক ব্যাবসা চালিয়ে আসছে।

উদ্ধার হওয়া মাদক কুতুবউদ্দিন ও নেজাম উদ্দিন এর বলে সুত্রটি জানায়।গত কয়েকদিন যাবত হাইদগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক হাইদগাও ইউনিয়নকে মাদক মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান।

আরও খবর

Sponsered content