আন্তর্জাতিক

ন্যাটোর দেশে আক্রমণ নয়, তবে যুদ্ধবিমান দিলে ধ্বংস করা হবে-পুতিন

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ৫:২৭:৩০ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্যদেশের ওপর হামলা করার পরিকল্পনা নেই রাশিয়ার।এর বাইরে পোল্যান্ড,চেক রিপাবলিক বা বাল্টিক কোনো দেশের ওপরও হামলা চালাবে না রাশিয়া।তবে এসব দেশ যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করে,তবে সে যুদ্ধবিমান ধ্বংস করবেন রুশ সেনারা।রাশিয়ার স্থানীয় সময় গতকাল বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।

রুশ বিমানবাহিনীর চালকদের উদ্দেশে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার দিকে বিস্তৃত হয়েছে। কিন্তু রাশিয়ার তাদের ওপর হামলার কোনো পরিকল্পনা নেই। এ জোটভুক্ত দেশগুলোর প্রতিও কোনো আগ্রাসন দেখানো হবে না।পোল্যান্ড,চেক রিপাবলিক বা বাল্টিক রাষ্ট্রগুলোকে ভয় দেখানো হচ্ছে বলে যেসব কথা রটানো হয়েছে,সেগুলো সম্পূর্ণ বাজে কথা।

ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে,যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেনকে অর্থ,অস্ত্র ও বুদ্ধি দিয়ে সমর্থন করে আসছে।সে কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর যে সম্পর্ক, তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।

এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে চাওয়া পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন,এসব যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করবে না।আমরা এখন যেমন ট্যাংক,সাঁজোয়া যান এবং একাধিক রকেট লাঞ্চারসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করি,ঠিক তেমনি আমরা যুদ্ধবিমান ধ্বংস করব।’

পুতিন আরও বলেন,এসব যুদ্ধবিমান যদি ইউক্রেনের বাইরের কোনো দেশ থেকে যুদ্ধক্ষেত্রে আসে,তবে সে স্থানগুলোও বৈধ লক্ষ্যবস্তু হবে।সেটি যে স্থানই হোক না কেন।

বেলজিয়াম,ডেনমার্ক,নরওয়ে ও নেদারল্যান্ডসের মতো দেশ ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে প্রতিশ্রুতি দিয়েছে।এসব দেশের একটি জোট ইউক্রেনের চালকদের প্রশিক্ষণ দেবে। ইউক্রেনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধবিমান চেয়ে অনুরোধ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার মস্কোর সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন পুতিন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares