প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২২ , ৯:০০:২৪ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি।।গতকাল বৃহস্পতিবার(২২সেপ্টম্বর) নোয়াখালীতে ৮’ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষনের পর জবাই করে হত্যা এখানেই ক্ষেম্ত হননি হত্যাকারীরা হত্যার পর তার হাত পায়ের রগ ও কেটে দেওয়া হয়েছে এই এক মধ্যযুগীয় হত্যাকেও হার মানালো।

নোয়াখালীর পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর একটাই দাবি করি মাইজদী পৌরসভার হরিনারায়ণ পুর ৩ নং ওয়ার্ডের কমিশনার কি এই হত্যার দায় এড়াতে পারেন। বার বার আদিতার মায়ের মুখ থেকে শুনা যাচ্ছে তার মেয়েকে দীর্ঘদিন থেকে স্থানীয় বখাটে যুবকরা হত্যার হুমকি দিয়ে আসছিলো।বিষয়টি স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে জানানোর পরেও তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি বিষয়টি সন্দেহ জনক বলে ধারনা করা যায়।
এই যুবকগুলোকে আদিতার মায়ের ভাষ্যমতে স্থানীয় পরিচিত তারা তাদের প্রত্যেককে তিনি চিনেন কিন্তু স্থানীয় কমিশনারের উচিত ছিলো তিনি নিজে না পারলে সুধারাম থানা পুলিশ বা এসপি মহোদয় কে অবগত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা।
এব্যাপারে সুধারাম থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















