জাতীয়

নির্বাচনী হলফনামায় স্বর্ণসম্পদের চিত্র-কার কত ভরি স্বর্ণ,বাজারমূল্য কত টাকা—ইসি ও অনলাইন মিডিয়ার তথ্যভিত্তিক সংবাদ প্রতিবেদন

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১২:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

নির্বাচনী হলফনামায় স্বর্ণসম্পদের চিত্র-কার কত ভরি স্বর্ণ,বাজারমূল্য কত টাকা—ইসি ও অনলাইন মিডিয়ার তথ্যভিত্তিক সংবাদ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের দাখিল করা হলফনামায় ঘোষিত স্বর্ণসম্পদ নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণের তথ্য দেওয়া হয়েছে।

এই প্রতিবেদনে প্রতি ভরি স্বর্ণের গড় বাজারদর ২ লাখ ১০ হাজার টাকা ধরে প্রার্থীদের ঘোষিত স্বর্ণসম্পদের মোট আর্থিক মূল্য হিসাব করা হয়েছে।

কার কত ভরি স্বর্ণ ও বাজারমূল্য

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (বিএনপি, লক্ষ্মীপুর-৩):
হলফনামা অনুযায়ী তাঁর নামে রয়েছে ১২০ ভরি স্বর্ণ। বর্তমান বাজারদরে এর মূল্য দাঁড়ায় প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।

রাশেদ খান (বিএনপি):
নিজের নামে ৩০ ভরি এবং স্ত্রীর নামে ১০ ভরি, মোট ৪০ ভরি স্বর্ণ দেখিয়েছেন। এর বাজারমূল্য প্রায় ৮৪ লাখ টাকা।

ফয়জুল করিম (পিরোজপুর-৩):
হলফনামায় নগদ অর্থের পাশাপাশি তাঁর স্ত্রীর নামে ১৮৭ ভরি স্বর্ণ থাকার তথ্য রয়েছে। বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা।

রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩):
উপহার হিসেবে পাওয়া ২০ ভরি স্বর্ণ দেখানো হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

মীর আহমাদ বিন কাসেম আরমান (জামায়াতে ইসলামী, ঢাকা-১৪):
হলফনামায় ঘোষিত ২০ ভরি স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি):
তাঁর স্ত্রীর নামে ২০ ভরি স্বর্ণ থাকার তথ্য রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

সালাহউদ্দিন আহমেদ (বিএনপি, কক্সবাজার-১):
নিজের নামে ১২.৩ তোলা এবং স্ত্রীর নামে উপহার হিসেবে পাওয়া ২৪.৮ তোলা—মোট ৩৭.১ তোলা স্বর্ণ দেখানো হয়েছে। বাজারদরে এর মূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা।

রুমিন ফারহানা (বিএনপি):
হলফনামায় তাঁর নামে ১০ ভরি স্বর্ণ দেখানো হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

মিয়া গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামী):
তাঁর স্ত্রীর নামে ১৫ ভরি স্বর্ণ দেখানো হয়েছে। বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা।

নাসিরুদ্দিন পাটোয়ারী (এনসিপি, ঢাকা-৮):
হলফনামায় স্বর্ণালঙ্কারের মূল্য ২২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে, যা বর্তমান বাজারদরে আনুমানিক ১০.৫ ভরি স্বর্ণের সমান।

হাসনাত আবদুল্লাহ (এনসিপি, কুমিল্লা-৪):
ব্যাংকে জমাকৃত স্বর্ণের মূল্য ২৬ লাখ টাকা দেখানো হয়েছে, যা আনুমানিক ১২.৪ ভরি স্বর্ণের সমান।

জুনায়েদ আল হাবিব (হেফাজত প্রার্থী):
হলফনামা অনুযায়ী তাঁর নামে রয়েছে ৩৫ ভরি স্বর্ণ। বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা।

এনসিপি নেত্রী মিতু:
হলফনামায় ২০ ভরি স্বর্ণসহ মোট সম্পদ ৭৪ লাখ ৩১ হাজার টাকা দেখানো হয়েছে। ঘোষিত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

এ ছাড়া মামুনুল হক–সংক্রান্ত তথ্য নিয়ে অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে তাঁর নগদ অর্থ ৬৯ লাখ টাকা এবং তিন স্ত্রীর নামে মোট ৫০১ ভরি স্বর্ণ থাকার দাবি করা হয়েছে। বর্তমান বাজারদরে এই স্বর্ণের মূল্য দাঁড়ায় প্রায় ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা।

সামগ্রিক চিত্র

ইসি ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী প্রার্থীদের ঘোষিত স্বর্ণসম্পদের পরিমাণ কয়েক ভরি থেকে শুরু করে শতাধিক ভরি পর্যন্ত বিস্তৃত। বাজারদর অনুযায়ী হিসাব করলে অনেক ক্ষেত্রেই ঘোষিত স্বর্ণসম্পদের আর্থিক মূল্য কোটি টাকার ঘর অতিক্রম করছে।

এই প্রতিবেদনটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা, আপনার সরবরাহ করা তালিকা এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত। স্বর্ণের বাজারমূল্য হিসাব করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১০ হাজার টাকা ধরে।

আরও খবর

Sponsered content