সংবাদ বিজ্ঞপ্তি

নিখোঁজ ব্যক্তির সন্ধান দিন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ৭:১৬:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গত ২৯/১০/২০২২ ইং রোজ শনিবার সকাল আনুঃ ৮ ঘটিকায় নীজ বাসা ঝাউলাহাটি এলাকা থেকে নিখোঁজ হয়।নামঃ ফারজানা আক্তার (পলি)
পিতাঃ মোঃ হানিফ মাতাঃ শামছুন্নাহার,ঝাউলাহাটি-কামরাঙ্গীরচর ঢাকা। মানুষিক ভারসাম্য হারানো এই মহিলা লক্ষীপুর থেকে চিকিৎসা নিতে ঢাকায় বাবার বাড়ীতে আসেন।তিনি কাহারও সাথে তেমন কথা বলে না যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন অনুগ্রহ করে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগে করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় জিডি করা হয়েছে যাহার নাম্বার ১৫৯১।
সন্ধানদাতা উযুক্ত পুরস্কার দেয়া হবে।
০১৬৩১৩৯৫৩৭৬ (পলাশ) ভাই
০১৭১২২৬২৩৭৯ (মানবাধিকার কর্মী)

আরও খবর

Sponsered content