আন্তর্জাতিক

নারী অধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ১:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।নারী ও মেয়েদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তা এবং কয়েকটি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বা রাজস্ব বিভাগ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে,ইরানের কারাগারের দুজন সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এই কর্মকর্তারা নারী ও মেয়েদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

ইরানের শীর্ষ সেনা কমান্ডার,ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র কর্মকর্তা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষেত্রে ইরান সরকারকে সহযোগিতা করেছে এমন এক ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।এ ছাড়া ইরানের তিনটি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য,গত বছরের ১৬ সেপ্টেম্বরে ২২ বছর বয়সি ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইরান।নারীদের অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভে সরকারি দমন-পীড়নের অভিযোগে ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত ১০ বার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

আরও খবর

Sponsered content