সারাদেশ

নারায়ণগঞ্জের জুমলা সড়কের অবৈধ মার্কেট উচ্ছেদ

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:০১:২৫ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।নারায়ণগঞ্জ নগরের মীর জুমলা সড়কের দুই পাশ থেকে সব অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করে প্রশাসন।সড়কটি নগরবাসী ও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার সকালে নগরের পাইকারি কাঁচাবাজার দিগুবাবুর বাজারের মীর জুমলা সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের যানজট ও ফুটপাতের হকার সমস্যা সমাধানে গোলটেবিল বৈঠক আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।ওই বৈঠকে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা সিদ্ধান্ত নেন নগরীতে রুট পারমিটবিহীন কোনো গাড়ি চলতে পারবে না। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ফুটপাত হকারমুক্ত করতে ঐকমত্যে পৌঁছান তাঁরা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরুসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে উচ্ছেদ অভিযান শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বলেন,জনপ্রতিনিধি-প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড,হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে প্রশাসন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রশাসনের যৌথভাবে মীর জুমলা সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন না।এখন থেকে সড়কটি দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।হকারমুক্ত ফুটপাত দিয়ে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে,সেই ব্যবস্থা করা হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে বিগত ওয়ান–ইলেভেনের সময় এই মীর জুমলা সড়ক থেকে সব কাঁচাবাজারসহ দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল,কিন্তু পরবর্তী সময়ে সেটি আবার পুনরায় অবৈধ দখলে চলে যায়।

আরও খবর

Sponsered content