আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়েছেন বিজেপির এক নারী

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ১:৫৯:১২ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়েছেন বিজেপির এক নারী কর্মী।তবে ‘কোনো খারাপ উদ্দেশ্যে ছিলো না’।এমনটাই দাবি করছে কর্ণাটকের পুলিশ।খবর হিন্দুস্তান টাইমস।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী,কর্ণাটক পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই নারীর কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রোববার রাতে মাইসুরুতে একটি মেগা রোডশো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সমর্থকদের দিকে হাত নাড়ছিলেন তখন ঘটনাটি ঘটে।প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা সেই মহিলাকে ফোন ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছে কর্ণাটক পুলিশ।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী,সেই বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রী মোদির।দ্রুত এসপিজির কম্যান্ডোদের জানান তিনি। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে মোদির গাড়িতে দু’জন এসপিজি কম্যান্ডো ছিলেন।

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেছেন যে ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি।ওই নারী একজন বিজেপি কর্মী।তাকে ফোন ফেরত দিয়ে দেন এসপিজি কম্যান্ডোরা।(ওই অনুষ্ঠানের) উত্তেজনার বশে তিনি ফোন ছুড়ে দেন।তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

পুরো ঘটনার জেরে মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।মাসকয়েক আগে এই কর্ণাটকেই রোড শোয়ের সময় মোদির নিরাপত্তা বলয় ভেঙে এক ব্যক্তি ঢুকে পড়েছিলো।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares