প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ২:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নারী কর্মীকে কুপ্রস্তাব,ধর্ষণচেষ্টা ও ভয় দেখিয়ে ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ।মিডিয়া জগত আবারও কাঁপলো নতুন এক কেলেঙ্কারিতে।মাইটিভির চেয়ারম্যান সাথীকে এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী,প্রতিষ্ঠানটির এক নারী কর্মীকে কুপ্রস্তাব দেন সাথী।কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি।ভুক্তভোগী অফিস থেকে পালাতে চাইলে অন্যান্য আসামিরা তাকে জোর করে আটকে রাখে।শুধু তাই নয়,ওই নারীকে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়!
ভুক্তভোগী আদালতে নালিশ করলে মামলাটি দ্রুত তদন্তে নেয় পুলিশ।তদন্তে নতুন তথ্য ও সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পরই চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হয়।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।কেউ বলছেন,এটা মিডিয়া নয়,মাফিয়া সিন্ডিকেট!” আবার কেউ লিখছেন, “ফাঁকা চেক নয়, ফাঁকা বিবেক!”
















